পূর্বধলায় নারীর মৃতদেহের পাশ থেকে জীবিত শিশু উদ্ধার

পূর্বধলা প্রতিনিধি
প্রকাশ: ২৯ মে ২০২৪, ০৩:২৫ পিএম

পূর্বধলা থানা। ছবি: সংগৃহীত
নেত্রকোণার পূর্বধলায় অজ্ঞাত পরিচিত এক মহিলার লাশ উদ্ধার করেছে পূর্বধলা থানা পুলিশ এবং পাশে থাকা আহত অবস্থায় ২ বছরের এক শিশুকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাৎক্ষনিক ওই মহিলার কোনো পরিচয় পাওয়া যায়নি।
বুধবার (২৯ মে) সকালে উপজেলার বিশকাকুনি ইউনিয়নের কাছিয়াকান্দা গ্রামের একটি পুকুরপার থেকে আনুমানিক ৩৫ বছর বয়সের অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করা হয়। নিহতের মাথার সামনে পিছনে আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন নামাজ পড়তে যাওয়ার সময় পুকুর পাড়ে ওই মহিলার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার এবং সুরতহাল তৈরী করে।
আরো পড়ুন: নির্বাচনী পথসভা থেকে বিরিয়ানি জব্দ
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শিবলী সাদিক ও পূর্বধলা থানার ওসি রাশেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসীর ধারণা রাতে কোনো এক সময় কে বা কারা ওই মহিলাকে হত্যা করে এখানে ফেলে রেখে যেতে পারে। নিহত মহিলার পরিচয়ের জন্য নেত্রকোণা পিবিআই-এর মাধ্যমে চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে পূর্বধলা থানার ওসি রাশেদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অল্প সময় পড়ে বিস্তারিত জানাবেন বলে জানান।
তিনি আরো জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটি হাসপাতালে অক্সিজেন সরবরাহ করা হয়েছে এবং শিশুটি এখন সুস্থ আছে।