ঘূর্ণিঝড় রেমাল
ভোলায় সব রুটে লঞ্চ চলাচল বন্ধ

ভোলা প্রতিনিধি
প্রকাশ: ২৬ মে ২০২৪, ০৪:৪৯ পিএম

ছবি: ভোরের কাগজ
ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর প্রভাবে ভোলার সব রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
রবিবার (২৬ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর ভোলার সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম।
তিনি জানান, বৈরী আবহাওয়ার ফলে দুর্ঘটনা এড়াতে ভোলা-ঢাকা, ভোলা-লক্ষ্মীপুর, ভোলা-বরিশাল, ভোলা-পটুয়াখালীসহ সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ ঘোষণা বহাল থাকবে।
এর আগে, শনিবার (২৫ মে) রাতে ঘূর্ণিঝড় রেমালের কারণে ঢাকা নদীবন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথের সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার জাহাঙ্গীর আলম খানের পাঠানো এক খুদেবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।
খুদে বার্তায় বলা হয়, আসন্ন ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নৌপথ উত্তাল হওয়ায় যাত্রীসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে শনিবার রাত ১০টা থেকে ঢাকা নদীবন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথের সব লঞ্চকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে বিকেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ এবং সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমালকে কেন্দ্র করে উপকূলীয় এলাকায় লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে ভোলায় বেলা ১২ টার পর থেকেই আকাশে অস্বাভাবিক মেঘ ও দমকা হাওয়া বৃদ্ধি পেয়েছে। কিছু কিছু জায়গায় থেমে থেমে ভারী বর্ষণ চলছে। মানুষকে নিরাপদ আশ্রয়ে নেয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।