×

সারাদেশ

অটোরিকশা চালক হত্যার ১২ ঘণ্টায় ঘাতক গ্রেপ্তার

Icon

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৪, ০৪:৩৪ পিএম

অটোরিকশা চালক হত্যার ১২ ঘণ্টায় ঘাতক গ্রেপ্তার

ছবি: ঘাতক মনির হোসেন

   

কুমিল্লার লাকসামে হানিফ মিয়া (২৫) নামে এক অটোরিকশা চালককে গলাকেটে হত্যার ঘটনায় ঘাতক মনির হোসেনকে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার হাসানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

লাকসাম থানার অফিসার ইনচার্জ মো. সাহাবুদ্দিন খান ভোরের কাগজকে জানান, শনিবার (২৫ মে) দুপুরের কিছু সময় পর লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের পিছনে মালেক মেম্বারের বাড়িতে অটোরিকশা চালক হানিফ মিয়ার গলাকাটা শরীর ও রক্ত দেখতে পায় প্রতিবেশী এক নারী। এসময় মনির হোসেন (৩৮) ও তার মা মঞ্জুমা বেগমকে ওই গলাকাটা ব্যক্তির পাশে দাঁড়িয়ে থাকতে দেখে ওই নারী চিৎকার দিলে ঘাতক মনির পালিয়ে যায়। পরে এলাকার লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে লাকসাম থানা পুলিশ হানিফ মিয়ার লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ওইদিনই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

ঘাতক মনির হোসেন লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের ঠেঙ্গারপাড় গ্রামের আব্দুল মতিনের ছেলে। বর্তমানে সে গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে মালেক মেম্বারের বাড়িতে তার মাসহ নানার বাড়িতে বসবাস করে।

লাকসাম থানার ওসি (তদন্ত) টমাস বড়ুয়া জানান, ঘটনার পরই ঘাতক মনির হোসেন পালিয়ে পার্শ্ববর্তী উপজেলা নাঙ্গলকোটে আশ্রয় নেয়। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে ও থানার অফিসার ইনচার্জসহ রাতেই অভিযান চালিয়ে পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার হাসানপুর এলাকা থেকে শনিবার দিবাগত রাতে ঘাতক মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। 

এদিকে ঘটনার পর নিহতের পরিচয় শনাক্ত করতে না পারলেও রাতে নিহতের পরিচয় নিশ্চিত করেন পুলিশ। নিহত হানিফ মিয়া কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের চাঁন্দগড়া গ্রামের আলী আকবরের ছেলে। 

লাকসাম থানার অফিসার ইনচার্জ মো. সাহাবুদ্দিন খান আরো জানান, অভিযুক্ত মনির হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ব্যাটারি চালিত বিভিন্ন অটোরিকশার ব্যাটারি চুরির ভাগভাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব ও পরবর্তীতে নিহতের অটোরিকশা চুরি করতে গিয়ে তাকে গলাকেটে হত্যা করা হয়। এতে আর কেউ জড়িত কিনা এ বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় নিহতের পরিবার লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App