দেয়ালচাপায় প্রাণ গেল দুই সন্তানসহ বাবা-মায়ের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২০, ১০:৩১ এএম


ধসে যাওয়া মাটির ঘর। ছবি: ভোরের কাগজ।

মাটির ঘর। ছবি: ভোরের কাগজ।

ঘরটির একাংশ। ছবি: ভোরের কাগজ।
দিনাজপুরের পার্বতীপুরে মাটির ঘরের ঘুমন্ত অবস্থায় দেয়ালচাপা পড়ে বাবা-মা ও দুই ছেলে সহ একই পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে। উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ লাশগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
[caption id="attachment_244102" align="aligncenter" width="720"]
নিহতরা হলেন- স্বপন মিয়া (৩৫), তার স্ত্রী মারজানা (৩০), তাদের দুই ছেলে হোসাইন মিয়া (৯) ও হাসিবুল ইসলাম (৬)। স্বপন পেশায় একজন ভ্যানচালক।
[caption id="attachment_244103" align="aligncenter" width="720"]
ঝাউপাড়া গ্রামের মনজুরুল ইসলাম মনজু জানান, রবিবার সকালে গ্রামের লোকজন গিয়ে দেখতে পায় স্বপন, স্ত্রী সারজান ও দুই শিশুপু্ত্র হোসাইন ও হাসিনুর নিজ ঘরে মাটির দেয়ালের নিচে চাপা পড়ে রয়েছে। দ্রুত লোকজন মাটি সরিয়ে তাদের মৃত্যু অবস্থায় উদ্ধার করে। তারা একই বিছানায় শোয়া অবস্থায় ছিল। গতকাল শনিবার দিবা ও রাতে মুষলধারে বৃষ্টি হয়। এতে করে উপজেলার অনেক মাটির ঘরের দেয়াল ধ্বসে পড়ে।