বজ্রপাতে সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্থের ঘটনায় বিমান চলাচল বিঘ্নিত

মো. রাজীব চৌধুরী রাজু, নীলফামারী থেকে
প্রকাশ: ২০ মে ২০২৪, ০৬:৩৮ পিএম

ছবি: সংগৃহীত
রবিবার (১৯ মে) রাতের ভাড়ী বর্ষণ ও বজ্রপাতে সৈয়দপুরে বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্থের ঘটনায় বিমান ওঠানামায় বিঘ্নিত হয়েছে।
সোমবার (২০ মে) সকাল ৮ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিমান চলাচলে বিঘ্নিত হয়। পরে রানওয়ের সমস্যা সমাধান হলে, বিমান চলাচলে আবারো স্বাভাবিক অবস্থায় ফিরে যায় সৈয়দপুর বিমানবন্দর।
আরো পড়ুন: সুনামগঞ্জে বজ্রপাত, তিন শ্রমিকের মৃত্যু
বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরে ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ। তিনি জানান, রবিবার রাতে বজ্রপাতে বিমানবন্দরের নিরাপত্তা বলয়ের ভেতরে কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়। কর্তৃপক্ষ সেসব রাতের মধ্যে মেরামতও করেছে। কিন্তু মেরামত করা স্থানগুলো এখনো ভালভাবে না শুকানোয় বিমান ওঠানামা বিঘ্নিত হয়। বেলা ২টা নাগাদ সমস্যাগুলো সমাধান হলে, পুনরায় বিমান চলাচল স্বাভাবিক হয়।