সেপটিক ট্যাংকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৫:৩০ পিএম

ছবি: সংগৃহীত
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা পূর্ব সারডুবি এলাকার নুর আমিন (১৮) নামে এক কলেজ ছাত্র ছাগল উদ্ধার করতে গিয়ে সেপটিক ট্যাংকে পরে মৃত্যু বরন করেছে।
তাকে উদ্ধারের জন্য গিয়ে গুরুতর আহত হয়েছেন আরো একজন। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব সারডুবি গ্রামের মঙ্গলবার ১৪ মে সন্ধ্যার পর একটি ছাগল বাড়ির মুখখোলা সেপটিক ট্যাংকে পরে গেলে নুরআমিন নামক এক কলেজ ছাত্র ছাড়লটিকে উদ্ধার করার করতে ওই সেপটি ট্যাংকে নেমে আর উঠতে পারেনি। নুরআমিনের কোন সাড়াশব্দ না পেয়ে তাঁকে উদ্ধার করার জন্য ভগ্নিপতি জাহেদুল ট্যাংকে নামলে সেও আর উঠতে পারেনি।
পরে তাদের দু’জনকে উদ্ধার করার জন্য হাতীবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নুর আমিনকে মৃত্যু ঘোষণা করেন। অপর জন জাহেদুলকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে প্রেরণ করেন।
মৃত নুরআমিন একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।