যেভাবে মাদকসহ গ্রেপ্তার হলেন পারুল রানী!

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২৪, ০৯:৫১ পিএম

ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ পুলিশের হাতে পারুল রানী দাস গ্রেপ্তার। ছবি: ভোরের কাগজ
৩০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ পারুল রানী দাস (৪২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পঞ্চগড়ের দেবীগঞ্জ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মঙ্গলবার (১৪ মে) বিকেল পাঁচটায় তাকে গ্রেপ্তার করা হয়।
দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আশরাফুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে পারুল রানীকে দেবীগঞ্জ সদর ইউনিয়নের তিস্তার হাট এলাকায় অটোরিক্সা নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৩০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট জব্দ করা হয়।
আটককৃত পারুল রানী দাস দেবীগঞ্জ পৌরসভার মধ্যপাড়া এলাকার মনোরঞ্জন দাসের স্ত্রী।
নারী মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন- ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।