মানসিক ভারসাম্যহীন স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী নিহত

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২৪, ১১:২২ এএম

ছবি: সংগৃহীত
মেহেরপুরে মানসিক ভারসাম্যহীন স্বামী এলাহী বক্সের হাঁসুয়ার কোপে সালেহা খাতুন নামের তার স্ত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (১০ মে) খুব সকালে সদর উপজেলার গোভিপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এলাহী বক্সকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এলাহি বক্স গোভীপুর ভিটা পাড়ার মৃত খোদা বক্সের ছেলে। সে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন বলে জানা গেছে।
আরো পড়ুন: ঋণ করে জনগণের প্রতিশ্রুতি রক্ষা করছি
স্থানীয়রা জানান, শুক্রবার সকালের দিকে সালেহা খাতুন বাথরুমে যাবার জন্য ঘর থেকে নামেন। এ সময় তার স্বামী এলাহি বক্স ধারালো হাঁসুয়া দিয়ে তাকে কোপাতে শুরু করেন। সালেহা খাতুনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সালেহা খাতুন ৩ সন্তানের জননী। খবর পেয়ে মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া ও ওসি (তদন্ত) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
মেহেরপুর সদর থানার ওসি তদন্ত মিজানুর রহমান জানান, ঘটনা শোনার পর আমরা লাশ উদ্ধার করি। সেই সঙ্গে এলাহী বক্সকে আটক করি। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।