স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পুষ্টি সপ্তাহ উপলক্ষে কর্মশালা

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৪, ১২:১৮ পিএম

ছবি: ভোরের কাগজ
পটুয়াখালীর মির্জাগঞ্জে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, খাবার খাবো পুষ্টিমানে” এ প্রতিপাদ্য নিয়ে ৯ মে হইতে ১৫ মে পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ মে) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসেস (এনএনএস) এর আয়োজনে এ কর্মশালার অনুষ্ঠিত হয়।
মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে ও ডা. সোহেল হোসেনের সঞ্চালনায় উক্ত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদ হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোসলেম উদ্দিন, সুবিদখালী সরকারি র,ই, (পাইলট) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আঃ জলিল ও আর,কে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাদল হোসেন সহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ প্রমুখ।
কর্মশালায় বক্তারা, সুষম ও পুষ্টিকর খাদ্যের উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে সচেতন করা, সুস্থ ও ফিট থাকার জন্য পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণে সচেতন করা, শিশুদের ও মায়েদের পুষ্টির গুরুত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া। দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুসহ সকল মানুষের পুষ্টির স্তর উন্নয়ন করা, সরকারি নীতি ও পরিকল্পনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাসহ পুষ্টি সপ্তাহের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন।