টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক, জব্দ মোটরসাইকেল

শহীদ উল্লাহ, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২৪, ০৩:৪১ পিএম

ছবি: ভোরের কাগজ
কক্সবাজারের টেকনাফে আজ (সোমবার ৬ মে) অস্থায়ী শীলখালী চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. নুর (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
আটককৃত মাদক কারবারি টেকনাফ মৌলভীপাড়া এলাকার হাবিবুল্লার পুত্র। আটক নুরের কাছ থেকে ইয়াবাসহ একটি মোটরসাইকেল, বাংলাদেশী নগদ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আরো পড়ুন: পাথরঘাটায় ৬০ কেজি হরিণের মাংস জব্দ
গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ মেরিন ড্রাইভ সড়ক দিয়ে মোটরসাইকেলযোগে মাদকদ্রব্য কক্সবাজারে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে শীলখালী চেকপোস্টে যানবাহন তল্লাশীকালে একটি মোটরসাইকেল চেকপোস্টে আসলে মোটরসাইকেল তল্লাশীকালীন চালকের আচরণ সন্দেহজনক হওয়ায় তল্লাশী এবং জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে উক্ত চালকের স্বীকারোক্তিতে মোটরসাইকেলের তেলের ট্যাংকির ভিতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
আসামীকে ইয়াবা ট্যাবলেট, মোটরসাইকেল, নগদ টাকা এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এই তথ্য নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।