মানিকগঞ্জ মহিলা মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রী নিহত

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ০৮:১৫ পিএম

ছবি: ভোরের কাগজ
মানিকগঞ্জে মহিলা মাদ্রাসার ছাদে খেলা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে এক ছাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ এপ্রিল) সকালের দিকে সদর উপজেলার বাসস্ট্যান্ডের আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিয়া আক্তার (১৭) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বড় কালিয়াকৈর এলাকার আল মামুনের মেয়ে। সে আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশোনা করতো।
আরো পড়ুন: গরমে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পত্রিকা বিক্রেতা
জানা যায়, সকালে ক্লাসের ফাকে মাদ্রাসার ছাদে খেলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসা ভবনের ৪তলা থেকে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। কিন্তু ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন ,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।