চন্দ্রগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ মার্চ ২০২৪, ০২:৫১ পিএম

ফুল দোকানের সামনে ইয়াবা বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়েন মাদক কারবারি যুবক তরুণ প্রকাশ আরিফ প্রকাশ আকাশ (৩২)।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে তাকে লক্ষ্মীপুরের আদালতে প্রেরণ করা হয়।
এর আগে, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারস্থ রোজ গার্ডেন নামীয় ফুল দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়েছে। এসময় সিফা ইয়াসমিন (২৭) নামীয় আরো এক সহযোগী পালিয়ে গেছে বলে পুলিশের কাছে স্বীকার করে আটক আকাশ।
আটককৃত আকাশ বেগমগঞ্জ উপজেলার হাজিপুর খালাসি বাড়ির আবুল কালামের পুত্র এবং পলাতক সিফা ইয়াসমিন কক্সবাজার জেলার উত্তর হাজিরপাড়া এলাকার মোহাম্মদ ইউনূসের পুত্র।
তাদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।