×

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় ২ কলেজ শিক্ষার্থী নিহত

Icon

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ১১:৩৯ এএম

সড়ক দুর্ঘটনায় ২ কলেজ শিক্ষার্থী নিহত

ছবি: ভোরের কাগজ

   

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (৬ মার্চ) ভোররাতে আশাশুনি উপজেলার দরগাহপুর কাঁদাকাটি সড়কের ধাপুয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন কালিগঞ্জ উপজেলার আমিয়ান গ্রামের নিরঞ্জন ঘোষের পুত্র নয়ন ঘোষ (১৯) এবং একই গ্রামের জগন্নাথ ঘোষের পুত্র উইলিয়াম ঘোষ (১৮)। এসময় আহত অবস্থায় একই গ্রামের তারক ঘোষের পুত্র কর্নেল ঘোষকে (১৯) আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । তারা সবাই কালীগঞ্জ কলেজের এইচএসসি  দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নয়ন ঘোষ, উইলিয়াম ঘোষ এবং আহত কর্নেল ঘোষ মঙ্গলবার কালীগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে তালা উপজেলার জেঠুয়া জালালপুর জগন্নাথ গুরুদেবের মন্দিরে যোগ্য অনুষ্ঠানে যোগ দেন । সারারাত সেখানে অনুষ্ঠান দেখার পর ভোররাতে তারা কালীগঞ্জের দিকে রওনা হলে পথে দরগাহপুর কাঁদাকাটি সড়কে নির্মাণাধীন ধাপুয়া ব্রিজের এসে তাদের মটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। পরে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে এবং ঘটনাস্থলে নয়ন ঘোষ ও উইলিয়াম ঘোষ নিহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় কর্নেল ঘোষকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

আশাশুনি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) বেলাল হোসেন জানান, আমরা ঘটনাস্থলে ব্রিজের গর্তের ভেতর দুইটি মরদেহ ও একটি মোটরসাইকেল উদ্ধার করি। পরে মরদেহ ও মটরসাইকেলটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী বলেন, বুধবার (৬ মার্চ) ভোর রাতে তালা থেকে কালিগঞ্জে নিজেদের বাড়িতে যাচ্ছিলেন ভুক্তভোগী ৩ মোটরসাইকেল আরোহী। পথে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন ধাপুয়া ব্রিজে ধাক্কা দেয়। ঘটনাস্থলে নয়ন ঘোষ ও উইলিয়াম ঘোষের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনের মরদেহ উদ্ধার করে এবং আহত অবস্থায় কর্নেল ঘোষকে হাসপাতালে ভর্তি করে। 

এ ঘটনা তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App