×

সারাদেশ

বোয়ালমারীতে সড়কে প্রাণ গেল দুই টাইলস মিস্ত্রির

Icon

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকে

প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ০২:২২ পিএম

বোয়ালমারীতে সড়কে প্রাণ গেল দুই টাইলস মিস্ত্রির

ছবি: সংগৃহীত

   

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষে দুই টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পিকআপের আরোহী অপর দুই মাছ ব্যবসায়ী আহত হয়েছেন। নিহতেরা হলেন- বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের মোহাম্মদ শেখের ছেলে মো. ইমরান শেখ (২৮) এবং জিয়ার শেখের ছেলে নাঈম শেখ।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বিন্নাহুরি নামক স্থানে মাঝকান্দি-ভাটিয়া পাড়া আঞ্চলিক মহাসড়কের উপর এ ঘটনা ঘটে।

জানা যায়, টাইলস মিস্ত্রি ইমরান ও নাঈম কাজের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে হাটখোলার চর থেকে পাশের ভাঙ্গা উপজেলায় যাচ্ছিলেন। মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার বিন্নাহুরি নামক স্থানে পৌঁছলে মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। 

আরো পড়ুন: সাতকানিয়ায় বালু উত্তোলনের গর্তে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ওই দুই আরোহী নিহত হন। এ ঘটনায় পিকআপের ড্রাইভারের পাশে থাকা দুই মাছ ব্যবসায়ী আহত হয়েছেন। তাদের একজনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অপর আহত মাছ ব্যবসায়ী জিন্দার আলীকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মাছ ব্যবসায়ী জিন্দার আলীর বাড়ি বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর গ্রামে। ঘটনার পর থেকেই পিকআপ চালক পলাতক। পুলিশ পিক আপটি নিজেদের হেফাজতে নিয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা হক টুম্পা বলেন, হাসপাতালে আনার আগেই দুই জনের মৃত্যু হয়েছে, আর আহত দুই জনের একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। অপর আহতকে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানতে চাইলে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, পিকআপের চালক পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App