গাজীপুরের কালিয়াকৈরে মদপানে দুইজনের মৃত্যু

কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ১০:০১ পিএম

ছবি: সংগৃহীত
গাজীপুরে অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (২ মার্চ) দিবাগত রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পূর্ব বালিঘাটা গ্রামের হেলাল উদ্দিন (৪৫ ) এবং দিনাজপুর জেলার বিরামপুর থানার ঘরের পাড় শিমুতলী গ্রামের কাদেরুল ইসলাম (২৫)। তারা দুজনই কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় দুলাল উদ্দিন সরকারের বাসা ভাড়া নিয়ে বসবাস করত।
আরো পড়ুন: গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু
স্থানীয়রা জানায়, তারা দুজনেই পেশায় কসাই। গেল রাতে তারা অতিরিক্ত দেশীয় মদপান করে অসুস্থ হয়ে পড়েন। পরে রাতেই হেলাল ও কাদেরুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য টাঙ্গাইলের মির্জাপুর থানার কুমুদিনী হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম জানান, হেলাল ও কাদেরুলের স্বজনরা তাদের উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে গতরাতে তাদের মৃত্যু হয়।