×

সারাদেশ

অষ্টগ্রাম হাওরে আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৫ পিএম

অষ্টগ্রাম হাওরে আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন
   

কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওর এলাকার সাধারণ কৃষক ও জেলেদের জন্য বিশুদ্ধ পানি ও তাদের নিরাপত্তার স্বার্থে আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। 

অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) এ প্রকল্পের উদ্বোধন করেন।

প্রকল্পটির মাধ্যমে হাওর এলাকায় বজ্রপাত ও নৌ দুর্ঘটনায় প্রাণহানি কমবে জানিয়ে স্থানীয় সাধারণ মানুষ উপজেলা প্রশাসনের কাছে হাওরে আরো কয়েকটি আশ্রয়ণ প্রকল্প নির্মাণের দাবি জানান। 

প্রকল্পটি উদ্বোধনকালে অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, আমি দীর্ঘ সময় থেকে সাধারণ মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। এই ইউনিয়নের সব শ্রেণির সাধারণ মানুষ যেমন আমার পাশে আছে, আমিও ঠিক তেমনি তাদের পাশে আছি, থাকবো এবং থাকতে চাই।

তিনি বলেন, হাওরের সাধারণ কৃষক ও জেলেদের নিরাপত্তা স্বার্থে আশ্রয়ণ কেন্দ্র প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ৫ লাখ টাকা। কিন্তু এই কাজ সঠিকভাবে শেষ করতে খরচ হয়েছে ৭ লাখ ২৩ হাজার টাকা। বরাদ্দকৃত অর্থের চেয়ে ২ লাখ ২৩ হাজার টাকা বেশি খরচ হয়েছে। এই ২ লাখ ২৩ হাজার টাকা আমার নিজস্ব তহবিল থেকে দিয়েছি। 

কারণ আমি জানি আমার হাওর এলাকার সাধারণ মানুষ ভালো থাকলে আমিও ভালো থাকবো। কাজটা যেন সুন্দর আর মজবুত হয় সে ব্যাপারে অর্থ নিয়ে কোনো কৃপণতা করিনি।

ফাইয়াজ হাসান বাবু বলেন, এই প্রকল্পের মাধ্যমে হাওর এলাকায় বজ্রপাত ও নৌ দুর্ঘটনায় প্রাণহানি কমবে। আমি উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ করবো হাওরে আরো কয়েকটি আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হলে পুরো হাওর নিরাপত্তার আওতায় চলে আসবে।

আশ্রয়ণ প্রকল্পটি উদ্বোধনের পর সাধারণ মানুষ তাদের প্রতিক্রিয়ায় বলেন, চেয়ারম্যান বাবু ভাই আমাদের বিপদ-আপদের বন্ধু। আমরা যে কোনো বিষয় নিয়ে যে কোনো সময় তার কাছে যেতে পারি। তিনি সবসময় আমাদের পাশে থাকেন। 

সৈয়দ ফাইয়াজ হাসান বাবু চেয়ারম্যান নিজের টাকায় বিশুদ্ধ পানির অভাব দূর করতে কয়েকটি টিউবওয়েল স্থাপন এবং এই আশ্রয়ণ প্রকল্প স্থাপন করেছেন। এতে আমরা হাওরবাসী সবাই উপকৃত হবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App