×

সারাদেশ

বুড়িচংয়ে পুকুর ভরাট করে মার্কেট নির্মাণের উদ্যোগে আপত্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৭ পিএম

বুড়িচংয়ে পুকুর ভরাট করে মার্কেট নির্মাণের উদ্যোগে আপত্তি
   

কুমিল্লার বুড়িচংয়ে জেলা পরিষদ ডাক বাংলোর পশ্চিম পাশে সরকারি পুকুরের দক্ষিণ পাড়ে মার্কেট ভবন নির্মাণের উদ্যোগ বন্ধে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে আধাসরকারি পত্র (ডিও) দিয়েছেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য এম এ জাহের। 

এতে বলা হয়েছে, বুড়িচং বাজারে কখনো যদি অগ্নিকাণ্ড ঘটে তাহলে নির্বাপণের পানির উৎস এই শতবর্ষী পুকুর। পুকুরের দক্ষিণ পাড়ে মার্কেট নির্মাণ করা হলে বুড়িচং বাজার থেকে উপজেলা পরিষদে প্রবেশের একমাত্র রাস্তাটি সংকীর্ণ হয়ে যাবে। পুকুরের আয়তন সংকীর্ণ হয়ে জলাধার কমে যাবে। জেলা পরিষদ যদি প্রয়োজন মনে করে তবে পুকুরের দক্ষিণ পাড়ের পরিবর্তে ডাক বাংলোর পশ্চিম পার্শ্বের খালি জমিতে মার্কেট নির্মাণ করতে পারে। 


এ প্রসঙ্গে কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, বিষয়টি তিনি অবগত। পরিষদের সভায় সেখানে মার্কেট নির্মাণ না করার সিদ্ধান্ত হয়েছে। বুড়িচং উপজেলা নির্বাহী অফিসারকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তিনি বলেন, পুকুরের অংশ ও রাস্তা ভরাট করে মার্কেট নির্মাণের কোনো সুযোগ নেই। 

স্থানীয়দের অভিযোগ, মশিউর রহমান নামে এক ব্যক্তি সেখানে মার্কেট নির্মাণে আগ্রহী। তিনি জেলা পরিষদের সদস্য। 

অবশ্য মশিউর রহমান খান বলেছেন, জেলা পরিষদ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে। জেলা প্রশাসন এ ব্যাপারে তদন্ত করছে। মঙ্গলবার একটি প্রতিনধিদল স্থান পরিদর্শন করেছে। তিনি মনে করেন, আলোচনার মাধ্যমে এর সমাধান হবে, প্রয়োজনে অন্যত্র মার্কেট নির্মাণ করা যেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App