
প্রিন্ট: ০৩ মে ২০২৫, ০৩:২০ এএম
আরো পড়ুন
‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বিঘ্নিত

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৬ পিএম

ফেনীর রেলস্টেশনে ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সদর উপজেলার ওই রেলস্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফেনীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বিঘ্নিতি হয়েছে বলে জানা গেছে।
ফেনীর রেলস্টেশনের মাস্টার হারুন উর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল ৫টার দিকে চাঁদপুর থেকে চট্টগ্রামে যাওয়ার পথে ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। চট্টগ্রামে উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করবে ওই ট্রেনটি। এ দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল কিছুটা বিঘ্নিতি হয়েছে। তবে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান ওই স্টেশন মাস্টার।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বিঘ্নিত

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৬ পিএম

ফেনীর রেলস্টেশনে ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সদর উপজেলার ওই রেলস্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফেনীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বিঘ্নিতি হয়েছে বলে জানা গেছে।
ফেনীর রেলস্টেশনের মাস্টার হারুন উর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল ৫টার দিকে চাঁদপুর থেকে চট্টগ্রামে যাওয়ার পথে ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। চট্টগ্রামে উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করবে ওই ট্রেনটি। এ দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল কিছুটা বিঘ্নিতি হয়েছে। তবে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান ওই স্টেশন মাস্টার।