ঝালকাঠিতে ৮টি গাঁজাগাছ ও ইয়াবাসহ দুইজন আটক

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪২ পিএম

ঝালকাঠিতে গাঁজা গাছসহ মো. শাহারুম হাওলাদার (৫০) ও ইয়াবা ট্যাবলেটসহ মো. কবির হাওলাদার (৫১) কে আটক করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে কাঁঠালিয়া উপজেলার চেচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেচরী এলাকার শাহারুমের মরিচ ক্ষেতের মধ্যে থেকে ৮টি মাদক গুল্ম গাঁজা গাছসহ এবং নলছিটি উপজেলার ডুবিল এলাকা থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের দুইজনকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
আটককৃতরা হলেন, কাঁঠালিয়া উপজেলার দক্ষিন চেচরী এলাকার মৃত. মুজাহার আলী হাওলাদারের ছেলে মো. শাহারুম হাওলাদার এবং নলছিটি উপজেলার ডুবিল এলাকার মৃত. আব্দুল আজিজ ওরফে আব্দুল হাওলাদারের ছেলে মো. কবির হাওলাদার। তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে নলছিটি ও কাঁঠালিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
ডিবি ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছ ও ইয়াবা ট্যাবলেটসহ তাদের দুজনকে আটক করা হয়েছে। আটককৃতর বিরুদ্ধে রাতেই দুই থানায় মামলা হয়েছে। শুক্রবার সকালে তাদের ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সামজ গড়ার লক্ষ্যে আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।