পূর্বধলায় উত্তর দেখে লেখার অভিযোগে এক পরীক্ষার্থী আটক

পূর্বধলা প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৭ পিএম

ছবি: সংগৃহীত
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোবাইল ফোন দেখে উত্তর লিখার অভিযোগে ওবায়দুল্লাহ শরীফ (৩০) নামে এক পরীক্ষার্থীকে আটক করেছে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ কেন্দ্রে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় এ ঘটনাটি ঘটেছে।
আরো পড়ুন: নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ’র গুদামে ভয়াবহ আগুন
মামলার বিষয়টি নিশ্চিত করেন পূর্বধলা থানার ওসি রাশেদুল ইসলাম। তিনি আরো জানান, নিয়ম ভঙ্গ করে স্মার্ট ফোন সঙ্গে নিয়ে প্রাথমিক শিক্ষক পরীক্ষায় অংশ গ্রহণ ও মোবাইল ফোন দেখে উত্তর পত্র লিখার অপরাধে তাকে আটক করা হয়।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে আরো কেউ জড়িত আছে কিনা সে ব্যাপারের খোঁজখবর নেয়া হচ্ছে।