নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ’র গুদামে ভয়াবহ আগুন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০৬ পিএম

নারায়ণগঞ্জ নগরীর বরফকল এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গুদামে ভয়াবহ আগুন লেগেছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা সম্ভব হয়নি।
আরো পড়ুন: স্কুল ছাত্রাবাসে আগুনে ১৩ জনের মৃত্যু
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, আগুনের খবর পেয়ে মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করে। দেড়টার দিকে বিআইডব্লিউটিএ’র স্তুপ করে রাখা ডেজিং পাইপে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রনে আসার পর তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
আরো পড়ুন: সাজেকের কংলাক পাহাড়ের রিসোর্টে আগুন
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা সাকিল ও রহিম জাহান, দুপুর দেড়টার দিকে হঠ্যাৎ বিআইডব্লিউটিএ’র গোডাউনে আগুন দেখতে পেয়ে আমরা ছুটে আসি। এই গোডাউনের ভিতর মূলত ডেজিং করার পাইপ স্তপ করে রাখা হয়েছে। পাইপ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের নভেম্বর মাসেও একইস্থানে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।