ঝালকাঠিতে পাঁচ সন্তানের জননীর রহস্যজনক আত্মহত্যা

মো. নাঈম, ঝালকাঠি শহর প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ১০:১২ পিএম

ছবি: সংগৃহীত
ঝালকাঠির রাজাপুরে ৫ সন্তানের জননী মোসা. জয়নব (৪০) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে শুক্তাগড় ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের আউখিরা গ্রামে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মৃত জয়নব আউখিরা গ্রামের মৃত হুরুল ইসলাম হাওলাদারের ছেলে মো. ইমাম হোসেনে (৫০) এর চতুর্থ স্ত্রী এবং কানুনিয়া এলাকার মো. নজেব আলীর মেয়ে। ঘটনার পর থেকে স্বামী মো. ইমাম হোসেন পলাতক রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান।
খোঁজ নিয়ে জানা গেছে, মো. ইমাম হোসেনের ৪টি বিয়ে ছিলো। স্ত্রীর সাথে মনমালিন্য থাকায় এবং ইমাম পরকীয়ায় আসক্ত থাকায় পরপর ৩ স্ত্রী তার সংসার ছেড়ে চলে যায়। মৃত জয়নব তার চতুর্থ স্ত্রী। এই সংসারে ২টি ছেলে ও ৩টি মেয়ে রয়েছে।
মৃত জয়নবের বড় ভাই সোহরাব হোসেন ও তার মেঝ মেয়ে লাকি আক্তার বলেন, দুপুরে মেয়ে লাকি পুকুরে গোসল করে ঘরে এসে দেখে আড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলে আছে মা জয়নব। পরে লাকি ডাক চিৎকার দিলে পাশের এক চাচাতো চাচি শুনে দৌড়ে আসে এবং গলায় জড়ানো ওড়না কেটে ঝুলন্ত থেকে অচেতন অবস্থায় জয়নবকে নিচে নামিয়ে আনে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কেন আত্মহত্যা করেছে তার সঠিক কোন কারণ বলতে পারেনি লাকি।
ওসি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ আগামীকাল (মঙ্গলবার) সকালে ঝালকাঠি মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।