×

সারাদেশ

বাঘায় কলেজ ছাত্রকে রড-হাতুড়ি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ১১:৪৬ এএম

বাঘায় কলেজ ছাত্রকে রড-হাতুড়ি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

বাঘায় কলেজ ছাত্রকে পিটিয়ে জখম করার অভিযোগে রবিবার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেনকে অবাঞ্ছিত করে বিক্ষোভ সমাবেশ করা হয়। ছবি: ভোরের কাগজ

   

রাজশাহীর বাঘায় ফাহিম মোন্তাসির প্রান্ত (১৮) নামে এক কলেজ ছাত্রকে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগে, উপজেলার বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ-সমাবেশ করেছে ইউনিয়নটির স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। 

রবিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন, বাউসা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান শফি। বক্তব্য রাখেন- বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন, ইউনুস আলী, শহিদুল ইসলাম বাবু, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান পিংকু, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল করিম, বাউসা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইদুর রহমান ভূট্ট, বাউসা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মহিনুল ইসলাম, বাউসা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বর শাকিম উদ্দিন প্রমুখ। 

বাউসা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান শফি জানান, ঘটনার মূল হোতা, বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেনকে দায়ী করে বিক্ষোভ সমাবেশ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে হয়েছে। এতে স্থানীয় আওয়ামী লীগের প্রায় ৩ শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। 

জানা যায়, রবিবার সকাল ১০টার দিকে ফাহিম মোন্তাসির প্রান্ত বাউসা বাজারে সেলিম হোসেনের চায়ের দোকানে বসে ছিল। এ সময় বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সহযোগিতায় কাজল হোসেন, রুবেল হোসেন, মারুফ হোসেনসহ ৮/৯ জনের একটি দল মুখে মাক্স পরা অবস্থায় রড় ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে চলে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সে বাউসা কলেজ থেকে এবার এইচএসসি পাশ করেছে। ফাহিম মোন্তাসির প্রান্ত হাট বাউসা গ্রামের ইউসুফ আলীর ছেলে।

জাহিদ হোসেন বলেন, এ বিষয়ে আমার কিছুই জানা নেই। তবে লোকমুখে শুনেছি ফাহিম মোন্তাসির প্রান্ত নামে ছাত্রলীগের এক ছেলেকে কে বা কারা মেরেছে। তবে আমাকে কি কারণে অবাঞ্ছিত করে বিক্ষোভ করেছে বিষয়টি জানা নেই।

বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, মারপিটের ঘটনার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App