অসহায় মানুষের পাশে আছে সরকার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ আগস্ট ২০২০, ০৬:০৪ পিএম

ছবি: প্রতিনিধি
ভোলার দৌলতখানে অতি জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল। সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের কালিয়া গ্রামে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ৫০ পরিবারকে ৫ হাজার টাকা করে বিতরণ করেন। এ সময় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেন তিনি।
এ সময় আলী আজম মুকুল বলেন, উজান থেকে নেমে আসা অতি জোয়ারের পানিতে দৌলতখানে নিন্মাঞ্চল প্লাবিত হয়। যার ফলে শত শত পরিবারের ফসল, মাছসহ ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব পরিবার যাতে আবার ঘুরে দাঁড়াতে পারে এজন্য ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে তাদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছি।
তিনি আরো বলেন, বিচ্ছিন্ন চরগুলোতে গুচ্ছ গ্রামের মানুষগুলো অসহায় হয়ে পড়েছে তাদের সাহায্যার্থে আমাদের চেষ্টা অব্যাহত আছে। সরকার সাধারণ মানুষের কষ্ট,দুর্দশা লাগবে সব ধরনের সহায়তার ব্যবস্থা নিয়েছে। সাময়িক এ সংকট কেটে যাবে ইনশাআল্লাহ।
এছাড়াও জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন, চাল বিতরণ করা হবে। যেসব এলাকায় রাস্তাঘাটের ক্ষতি হয়েছে সেগুলো দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণ করব।