নৌ দুর্ঘটনা রোধে পদ্মায় বিলীন ভবনে বসানো হলো বয়া

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুলাই ২০২০, ১০:৫১ এএম

ছবি: প্রতিনিধি
চাঁদপুরের রাজেশ্বরে পদ্মা নদীতে নৌ দুর্ঘটনা রোধে ভাঙনে বিলীন হওয়া স্কুল কাম সাইক্লোন শেল্টারের পাশে বসানো হয়েছে একটি রেক বয়া। রবিবার (২৬ জুলাই) সকালে ভবনের ভেসে অংশে লাগানো হয় লাল নিশানা। পাশেই বসানো হয় একটি বয়াটি। এতে করে ওই স্থানে দুর্ঘটনার আশঙ্কা কমলো। ভবনটি নদীতে পুরোপুরি তলিয়ে যাওয়ার ৩ দিন পর নেয়া হলো এ ব্যবস্থা।
বিআইডাব্লিউটিএর যুগ্ম উপপরিচালক নৌপথ মাহমুদুল হাসান বলেন, ভবনটি রাজেশ্বরের পদ্মায় পড়েছে গত কয়েকদিন আগে। কিন্তু আমরা তেমন প্রস্তুত ছিলাম না। খবরটি জানানোর পর ওই স্থানে নৌদুর্ঘটনা রোধে একটি রেক বয়া ও লাল নিশানা দিয়েছি। এটি চাঁদপুরেই ছিল। এটি নদীতে দিনে তো দেখা যাবেই, রাতেও দেখা যাবে।
রাজেশ্বর ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী বলেন, ভাঙনের কারণে স্কুল কাম সাইক্লোন শেল্টারটি জোয়ারের সময় পানির নিচে তলিয়ে যায়। ভাটার সময় ভবনের ওপরের কিছু অংশ দেখা যায়। কোনো জাহাজ যদি এর ওপর দিয়ে যায় তাহলে তো দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল।
তিনি জানান, এ রুট দিয়ে মালবাহী শিপ ও জাহাজগুলো ঢাকা, চট্টগ্রাম, আরিচা, নোঙরবাড়ি, মাওয়া, ফরিদপুরসহ বিভিন্ন জায়গায় যাতায়াত করে।
প্রসঙ্গত, চাঁদপুর সদর উপজেলার রাজেশ্বর ইউনিয়নে পদ্মা ভাঙনে ২৩ জুলাই বিলীন হয়ে যায় ২ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত স্কুল কাম সাইক্লোন শেল্টারটি। গত কয়েক দিনের ভাঙনে ভবন এলাকার চারপাশে নদীগর্ভে চলে যায়। ভবনটি পানির মধ্যে দাঁড়িয়ে থাকলেও শেষ পর্যন্ত তা নদীগর্ভে বিলীন হয়ে যায়।