বগুড়ায় ভোটারদের মাস্ক উপহার দিলো পুলিশ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুলাই ২০২০, ০২:৪২ পিএম

করোনা সংক্রমন প্রতিরোধে ভোটারদের মাস্ক দিচ্ছে পুলিশ
বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের উপ-নির্বাচনে ভোট দিতে আসা ভোটারদের মাস্ক উপহার দিয়েছে জেলা পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টা থেকে এ দু'উপজেলার ১২৩টি ভোট কেন্দ্রে ২ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ভোট দিতে আসা অনেক ভোটারের মুখে মাস্ক নেই। করোনা সংক্রমন প্রতিরোধে এমন ভোটারদের মাস্ক দেওয়া হয়। এছাড়া ভোট কেন্দ্রে ভোটারদের লাইন স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব নিশ্চিত করে পুলিশ।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, ভোট কেন্দ্রের নিরাপত্তা ও সুষ্ঠ ভাবে ভোট গ্রহণে পুলিশ দায়িত্ব পালন করছে। কিন্তু ভোট দিতে আসা ভোটারদের করোনা সংক্রমন থেকে রক্ষা করতেও উদ্যোগ নেয় জেলা পুলিশ। তারই অংশ হিসেবে মাস্ক ছাড়া ভোট কেন্দ্রে আসা ভোটারদের মধ্যে মাস্ক বিতরণ এবং ভোটার লাইনে সামাজিক দুরুত্ব নিশ্চিত করা হয়।