×

সারাদেশ

চাঁদাবাজি বন্ধে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সচেতনতা কার্যক্রম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২০, ০১:৩১ পিএম

চাঁদাবাজি বন্ধে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সচেতনতা কার্যক্রম
   
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ ও শৃঙ্খলা ফেরাতে কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ মহাসড়কে সচেতনতামূলক কার্যক্রম চালু করেছে। শুক্রবার (১৯ জুন) সকালে ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্য গোলাম মোস্তফা এ বিশেষ সচেতনতামূলক কার্যক্রম শুরু করেন। সকালে মহাসড়কের ইলিয়টগঞ্জ মুরাদনগর মোড়, কুডুম্বপুর, মাধাইয়া স্ট্যান্ডে গাড়ি চালক, মালিক ও সমিতির নেতাদের সাথে মতবিনিময় করেন ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ। জানাযায়, দীর্ঘদিন ধরে একটি চক্র মহাসড়কের বিভিন্ন পরিবহন থেকে চাঁদাবাজি করে আসছে। তাদের কারণে গাড়ি চালক ও মালিকরা অতিষ্ঠ। এই চাঁদাবাজি বন্ধ করতে হাইওয়ে পুলিশ মাঠে নেমে চালকদের সচেতনতামূলক কার্যক্রম চালু করেছে। চালকদের সাথে কথা বলে কাউকে কোন প্রকার চাঁদা না দেয়া ও কেউ চাঁদা চাইলে সাথে সাথে তাদের ফোন করে পুলিশকে অবগত করার পরামর্শ দেন। পরিবহন সমিতির নামে বেনামে বিভিন্ন গাড়ি থেকে টাকা আদায় আর করতে দেওয়া হবে না বলে মতবিনিময় সভায় পুলিশ চাঁদাবাজদের হুশিয়ার করেন। চাঁদাবাজি বন্ধ ছাড়াও করোনাভাইরাস প্রতিরোধে করণীয় সকল বিষয়ে গাড়ি চালকদের সঙ্গে সচেতন করা হয়। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্য গোলাম মোস্তফা জানান, কিছু ব্যক্তি পরিবহনের নেতা দাবি করে মহাসড়কে নতুন করে চাঁদাবাজি শুরু করেন। তাদের কারণে গাড়ি চালক ও মালিকরা অতিষ্ঠ। গাড়ি চালকদের সচেতন করতে এবং মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে আমরা বিশেষ অভিযানে নেমেছে। তাছাড়া মহা সড়ক থেকে সিএনজিসহ তিন চাকার যেসব গাড়ি আটক করা হয়, এতে কাউকে টাকা পয়সা না দিতেও নির্দেশ দেওয়া হয়েছে। নতুন প্রজ্ঞাপন মোতাবেক শাস্তিস্বরূপ দুই মাস গাড়ি আটক রাখা হবে। পরবর্তীতে হাইওয়ে পুলিশের সুপারের নির্দেশ মোতাবেক গাড়ি ছেড়ে দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App