আটোয়ারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস লকডাউন

nakib
প্রকাশ: ১৭ জুন ২০২০, ০৭:৫২ পিএম
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সাময়িকভাবে লকডাউন করা হয়েছে। অফিসের একজন করোনা উপসর্গ থাকায় উপজেলা প্রশাসন এই লকডাউন ঘোষণা করে। শিক্ষা অফিসের একজন সহকারী শিক্ষা অফিসারের করোনা সংক্রমনের উপসর্গ (জ্বর, সর্দি, কাশি ও বুকব্যাথা) দেখা দিলে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়। অতপর উপজেলা নির্বাহী অফিসার স্বাস্থ্য বিভাগকে বিষয়টি জানায়।
বুধবার ওই অফিসারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায় স্বাস্থ্য বিভাগ। আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা বলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারের করোনা সংক্রমনের উপসর্গ দেখা দেওয়ায় তাঁর চিকিৎসা সহ উপজেলা শিক্ষা অফিসটি সাময়িকভাবে লকডাউন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর জানান, আপাদত তাঁকে স্বাভাবিক চিকিৎসা দিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: মাজেদুর রহমান বলেন, সহকারী শিক্ষা অফিসারের জ্বর, সর্দি, কাশি ও বুকব্যাথার কথা শুনে ইউএনও মহোদয় অফিসটি লকডাউন করেছেন এবং ওই অফিসারের চিকিৎসার সার্বক্ষনিক খোঁজ-খবর রাখছেন। এদিকে করোনা পরীক্ষা করার জন্য নমুনা প্রদানকারী সহকারী শিক্ষা অফিসার জানান, বর্তমানে তিনি অনেকটা সুস্থ রয়েছেন।