আমেনার ভাগ্যে ২৫ বছরেও জুটেনি বিধবা ভাতা'র কার্ড

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ মে ২০২০, ০৫:৫১ পিএম

আমেনা বেওয়া। ছবি: প্রতিনিধি
স্বামী মৃত্যুর ২৫ বছরেও আমেনা বেওয়ার ভাগ্যে জুটেনি বিধবা ভাতার কার্ড। আমেনা বেওয়া (৪৫) শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গান্দিগাঁও গ্রামের মৃত হাবেল মিয়ার স্ত্রী। ১৯৯৫ সালে হাবেল মিয়ার মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর পর থেকেই সহায় সম্বলহীন আমেনা বেওয়া অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। তার নেই কোনো সন্তান। অন্যের বাড়ি কাজ করে ৩০ হাজার টাকা জমিয়ে ১০ শতাংশ জমি কিনেন। এখন ওই জমিতে ছোট্ট একটি ঘর নির্মাণ করে বসবাস করছেন।
সন্তান না থাকায় আমেনা বেওয়ার বাড়ির ওই জমিটুকু মসজিদের নামে লিখে দিয়েছেন। তিনি মারা যাওয়ার পর ওই জমির মালিক হবে মসজিদ। শারীরিক সমস্যায় তিনি এখন অন্যের বাড়ি কাজকর্মও তেমন একটা করতে পারেন না। বর্তমানে অন্যের ধারে ধারে হাত পেতে চলে তার জীবন জীবিকা। আমেনা বেওয়া জানান, একটি বিধবা ভাতা 'র কার্ডের জন্য জনপ্রতিনিধির কাছে বহুবার গিয়েছি।
কোন কোন সময় জনপ্রতিনিধি তার কাছে জাতীয় পরিচয়পত্রের ফটোকপিও নিয়েছেন। কিন্তু আমেনা বেওয়ার ভাগ্যে জুটেনি একটি বিধবা ভাতা 'র কার্ড। অনাহারে অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছেন আমেনা বেওয়া।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য বকুল চন্দ্রকোচ বলেন, সাহায্য আসে কম। সবাইকে দিয়েই সারতে পারিনি। তাকে একবার দেয়া হয়েছে। আবার দিবো কোত্থেকে?