×

সারাদেশ

মাটির নিচে মিললো মুক্তিযুদ্ধের ৫০৬ রাউন্ড গুলি!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২০, ১০:৫৪ পিএম

মাটির নিচে মিললো মুক্তিযুদ্ধের ৫০৬ রাউন্ড গুলি!

মাটির নিচ থেকে উদ্ধারকৃত গুলি।

   

দিনাজপুরের পার্বতীপুরে টয়লেটের সেফটি ট্যাংক বসানোর জন্য মাটি খোঁড়ার সময় ৫০৬ রাউন্ড গুলি (বুলেট) উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বছিরবানিয়া বাজারে মৃত বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমারের বাড়ী থেকে গুলিগুলো উদ্ধার করে পার্বতীপুর মডেল থানা পুলিশ।

উদ্ধার হওয়া গুলির মধ্যে রয়েছে রাইফেলের ৩৮৩ রাউন্ড ও পিস্তলের ১২৩ রাউন্ড। এরমধ্যে ৪০টি চার্জারে গুলি ভর্তি অবস্থায় ছিল।

বাড়ির মালিক রুবী বেগম জানান, ২০ বছর আগে স্থানীয় আ: ওয়াহাবের কাছ থেকে জমি কিনে তার স্বামী বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বাড়ি নির্মাণ করেন। কিন্তু তারা সে বাড়ীতে না থেকে ঢাকায় বসবাস করতো। পাচঁ বছর আগে স্বামী বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান খুব অসুস্থ্য হয়ে পড়লে তারা ঢাকা থেকে চলে এসে এই বাড়িতে বসবাস করতে থাকেন। বছর দেড়েক হলো বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান মারা যান। বৃহস্পতিবার টয়লেটের হাউজ খননের জন্য দুই জন শ্রমিক ৩-৪ ফুট খুঁড়তেই পোটলার মধ্যে গুলি গুলো দেখতে পায়।

শ্রমিক হুমায়ুন কবির জানান, মাটি খুঁড়তে গিয়ে দুই জায়গায় গুলি গুলো দেখতে পেয়ে সাথে সাথে পার্বতীপুর মডেল থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে গুলিগুলো উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম জানান, ওই জায়গার মুল মালিক আব্দুল ওয়াহাবের এক ছেলে কামাল হোসেন মুক্তিযোদ্ধা ছিলেন। হয়তো একাত্তরে স্বাধীনতা যুদ্ধের সময় বা যুদ্ধের পরে গুলি গুলো পুঁতে রাখা হয়ে থাকতে পারে।

পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, ৫০৬ রাউন্ড গুলির সবগুলোতেই মরিচা পড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গুলি গুলো দীর্ঘদিনের এবং তা মাটির নীচে থাকায় সেগুলা অকার্যকর হয়ে থাকতে পারে। গুলি গুলো তাজা আছে কিনা তা পরীক্ষার করে দেখা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App