করোনায় কৃষি শ্রমিক সংকটের আশংকা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ০৪:০৮ পিএম

কালিগ্রাম মাঠ থেকে ছবিটি তুলেছেন সুকুমল কুমার প্রামানিক
আর মাত্র কয়েকদিন পর শুরু হবে বোরো ধান কাটা। আগাম জাতের ধান ইতোমধ্যে পাকা শুরু হয়েছে। কিন্তু করোনা ভাইরাসের প্রভাবে ধান কাটা শ্রমিকের তীব্র সংকট দেখা দিতে পারে এমনটি আশঙ্কা করছেন কৃষকরা। নওগাঁর রাণীনগর উপজেলার লাখ লাখ কৃষক ঘরে ধান তোলা নিয়ে চিন্তায় পড়ে গেছেন।
চলতি ইরি-বোরো মৌসুমে উপজেলায় ১৮ হাজার ৫৮৫ হেক্টর জমিতে ধান রোপন করা হয়েছে। শুরু থেকে আবহাওয়া অনুকুলে থাকায় ধান বেশ ভাল হয়েছে। কৃষি কর্মকর্তা ও কৃষকরা মনে করছেন, অন্যান্য বছরের তুলনায় এবার রোগ বালায় না থাকায় ধানের অনেক ভাল ফলন হবে। কৃষি অফিসের তথ্য মতে, ইতোমধ্যে আগাম জাতের ধান পাক ধরেছে। হয়তো আগামী সপ্তাহের শেষের দিকে এসব ধান কাটা শুরু হবে।
কৃষকরা বলছেন, ধান কাটা মৌসুমে দেশের বিভিন্ন জেলা থেকে শ্রমিক এসে ধান কেটে ঘরে তুলে দেন। কিন্তু এবার কি হবে! ইতোমধ্যে করোনা ভাইরাস রোধে নওগাঁ জেলাকে লক ডাউন ঘোষনা করেছেন জেলা প্রসাশন। এর মধ্যেকীভাবে শ্রমিকরা আসবেন। এনিয়ে সর্বত্র চলছে আলোচনা সমালোচনা।
কয়কজন কৃষক বলেন, কয়েক বছর ধরে এমনিতে ধানের আবাদে নানা কারনে লোকসান গুনতে হয়েছে। এই মৌসুমেও যদি শ্রমিক সংকটে সময় মতো ধানঘরে তোলা না যায় তাহলে ব্যপক লোকসানের কবলে পড়তে হবে।
এ ব্যাপারে রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, কৃষি শ্রমিকরা যেন অবাধে আসতে পারে এবং কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিতে পারে সে লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মহলে চিঠি দেয়া হয়েছে। ধান কাটা শ্রমিক নিয়ে কৃষকদের চিন্তার কোন কারণ নেই। আসা করছি সমস্যার সমাধান হবে।