বানিয়াচংয়ে বিয়ে বাড়িতে গণজমায়েত করায় অর্থদণ্ড

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ মার্চ ২০২০, ০৫:৫৬ পিএম

বিয়ের অনুষ্ঠানে ভোজনের দৃশ্য
হবিগঞ্জের বানিয়াচংয়ে বিয়ে বাড়িতে গণজমায়েতের করে করোনা ঝুঁকি বাড়ানোর দায়ে ২ ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এসময় বিয়ের অনুষ্ঠান তাৎক্ষণিক বন্ধ করে দেয়া হয়।
রবিবার (২২ মার্চ ) দুপুর দেড়টায় কনের পিত্রালয় লামাপাড়ায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান।
সূত্র জানায়, করোনা মোকাবেলায় সরকারের নির্দেশে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে মাইকিং ও ব্যাপক প্রচারের মাধ্যমে গণজমায়েত বন্ধের অনুরোধ জানালেও উপজেলা সদর লামা পাড়ায় আলতাব হোসেনের বাড়িতে শত শত লোক সমাগম করে ধুমধামে বিয়ের অনুষ্ঠান চলছিল। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশের সহায়তায় অনুষ্ঠানটি পণ্ড করে দেন এসিল্যান্ড মতিউর রহমান খান। এসময় কনের অভিবাবক আলতাব হোসেনকে ১০ হাজার ও বর পক্ষের যাত্রাপাশা গ্রামের মৃত হাতিম উল্লার পুত্র শেখ ওমর আলী কে ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
ওই দিন দুপুর আড়াইটায় স্থানীয় ৫/৬ নং বাজার মনিটরিং ও ব্যবসায়ীদের বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়। এসিল্যান্ড মতিউর রহমান খান জানান, গণজমায়েত করোনা ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই কোনভাবেই গণজমায়েত করা যাবেনা। এছাড়া সকলের সতর্কতা ও সচেতনতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে করোনা ভাইরাস মোকাবেলার আহ্বান জানান তিনি। নিত্যপণ্য জিনিস সম্পর্কে তিনি বলেন বাজারে পর্যাপ্ত নিত্যপণ্যসহ সকল রকমের খাদ্য দ্রব্যের মজুদ রয়েছে। তাই গুজবে কান না দিয়ে কোন ব্যবসায়ী অতিরিক্ত মুল্য রাখলে তাৎক্ষনিক প্রশাসনকে জানানোর অনুরোধ করেন এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।