×

সারাদেশ

আদালতে হঠাৎ লাপাত্তা আসামি, হতভম্ব পুলিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২০, ০৮:০৪ পিএম

আদালতে হঠাৎ লাপাত্তা আসামি, হতভম্ব পুলিশ
   
গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজিরা দিতে আনা অস্ত্র মামলার এক আসামি প্রিজন ভ্যান থেকে হাজতে নেয়ার সময় পালিয়ে গেছে। সোমবার (৯মার্চ ) সকালে গাজীপুর আদালতের হাজতখানায় এ ঘটনা ঘটে। পলাতক আসামি শাহিন আলম সবুজ (৩৫), কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার টেকিপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে। পুলিশ তাকে গ্রেপ্তার করতে গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক মো. আতিকুর রহমান জানান, হাজিরা দিতে সোমবার সকালে কাশিমপুর কারাগার থেকে ২৩ জন এবং গাজীপুর জেলা কারাগার থেকে ২৭ জনসহ মোট ৫০আসামি একটি প্রিজনভ্যানে করে আদালতে নিচ্ছিল পুলিশ। পরে হাজত চত্তর এলাকায় প্রিজনভ্যান থেকে হাতকড়া পড়া অবস্থায় একত্রে সকলকে নামিয়ে হাজতে নেয়ার সময় ভিড়ের মধ্যে কৌশলে আসামি শাহিন আলম পালিয়ে যায়। হাজতে নেয়ার পর আসামি গণনাকালে একজন আসামি পাওয়া যায়নি। পরে খোঁজ নিয়ে দেখা গেছে আসামিদের মধ্যে শাহিন নেই। এরপর পুলিশ তার সন্ধানে পুরো এলাকায় অভিযান শুরু করে। সোমবার বিকাল পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। এ ব্যাপারে গাজীপুর সদর থানায় আসামি পলায়নের একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরো জানান, আসামির বিরুদ্ধে জয়দেবপুর থানায় ২০০৯ সালের অস্ত্র আইনের ‘চ’ ধারার গ্রেপ্তার একটি মামলায় সোমবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে আদালতে হাজিরা দিতে নেয়া হচ্ছিল। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনেসহ আরো দুইটি মামলা বিচারাধীন রয়েছে। বিষয়টি সিনিয়র কর্মকর্তরা তদন্ত করে দেখছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App