×

সারাদেশ

শ্রীপুর থানা পুলিশের বিরুদ্ধে আটক বাণিজ্যের অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ০৭:১৫ পিএম

শ্রীপুর থানা পুলিশের বিরুদ্ধে আটক বাণিজ্যের অভিযোগ
   
গাজীপুরের শ্রীপুর থানা পুলিশের বিরুদ্ধে আটক বাণিজ্যের অভিযোগ উঠেছে। প্রায়ই উপজেলার কোনো না কোনো এলাকা থেকে মিথ্যা অজুহাতে সাধারণ মানুষকে আটক করে মধ্য রাতে মোটা অঙ্কের টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়। যারা টাকা দিতে না পারে তাদেরকে কোনো পেন্ডিং বা মিথ্যা মামলা দিয়ে চালান দিচ্ছে। প্রতিনিয়ত এসব ঘটনা ঘটতে থাকলেও দেখার কেউ না থাকায় থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) ও সহকারী উপ-পরিদর্শকদের (এএসআই) দৌরাত্ম চরমে উঠছে। রবিবার(২৩ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীপুরের মাষ্টারবাড়ী (নতুন বাজার) এলাকার আনিসের ‘স’ মিল থেকে বৈধ কাঠ ব্যবসায়ী নূর মোহাম্মদ ওরফে নুরুদ্দিনকে (৪৫) অবৈধ কাঠ ব্যবসায়ী বলে আটক করে শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহব্বত আলী খান। এসময় ‘স’ মিল মালিক আনিসকেও আটক করে ওই পুলিশ কর্মকর্তা। নূর মোহাম্মদ ওরফে নুরুদ্দিন উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের বিন্দুবাড়ী (জিওসি) গ্রামের সেকান্দর আলীর ছেলে। নুরুদ্দিনের ভাই সফিকুল ইসলাম জানান, আমার ভাই আনুমানিক গত দুই মাস আগে শ্রীপুর রেঞ্জের অধীন শিরিরচালা এলাকা থেকে বৈধভাবে গজারি গাছ ক্রয় করে। ক্রয়কৃত ওই গাছগুলো সে আরেক কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়। ওই গাছ ক্রয়ের মিথ্যা অভিযোগে রবিবার দুপুরে তাকে ও ‘স’ মিল মালিককে আটক করে থানায় নিয়ে আসে। এসময় তার সাথে থাকা গজারি গাছ ক্রয়ের বৈধ কাগজপত্র দেখালে ওই এএসআই কাগজগুলো অবৈধ দাবি করে। এসময় তার সাথে থাকা ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয় শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শকদের (এএসআই) মহব্বত আলী খান। পরে নুরুদ্দিন ও আনিস বাড়িতে যোগাযোগ করে সর্বমোট দেড় লাখ টাকা দিলে রাত দুই টায় তাদেরকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শকদের (এএসআই) মহব্বত আলী খান জানান, স্যারের (ওসি’র) সাথে পরামর্শ করে গজারি গাছ বিক্রির বৈধ কাগজ দেখানোর পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। টাকা নেওয়ার কথা জিজ্ঞাসা করলে ওই পুলিশ কর্মকর্তা কোনো সদুত্তর দিতে পারেনি। কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আল মামুনকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। তাই এ বিষয়ে ওই কর্মকর্তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App