×

সারাদেশ

ঝুঁকিপূর্ণ কালুরঘাট সেতুর দুর্ঘটনায় দায় কার?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০, ১০:০৩ এএম

ঝুঁকিপূর্ণ কালুরঘাট সেতুর দুর্ঘটনায় দায় কার?
   
অত্যন্ত ঝুঁকিপূর্ণ কালুরঘাট সেতু পার হওয়ার সময় মনে হয় প্রাণ হাতে নিয়ে পার হচ্ছে মানুষ। মূলত, এটি রেলসেতু হলেও যানবাহনও চলাচল করছে। পায়ে হেটেও পার হচ্ছে মানুষ। সংকীর্ণ এই রেলসেতু দিয়ে একসঙ্গে দুই দিকে যানবাহন চলাচল করতে পারে না। এক দিকের যানবাহন আটকে রেখে অন্যপাশের গাড়ি ছাড়া হয়। একমুখী চলাচলের এই ব্যবস্থার ফলে প্রতিদিনই যানজটে ভুগতে হয় চলতি পথের যাত্রীদের। এরই মধ্যে ট্রেন চলাচল করে এই সেতুটির ওপর। ১৯৩০ সালে শুধুমাত্র রেল চলাচলের জন্য রেলবিভাগ এটি তৈরি করলেও পরবর্তী সময়ে এটির ওপর দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থাও করা হয় চট্টগ্রাম নগরীর সঙ্গে দক্ষিণ চট্টগ্রামের, কক্সবাজার ও বান্দরবানের সঙ্গে যোগাযোগের জন্য। ২০১১ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চুয়েটের একদল শিক্ষক-গবেষক সেতুটির ওপর পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে এটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে আখ্যা দিয়েছিলেন। এরপর রেলওয়ে কর্তৃপক্ষ কিছুটা মেরামত করে আবারো তা রেল ও যানবাহন চলাচলের উপযোগী করে তোলে। এরই মধ্যে চট্টগ্রামের কালুরঘাটে আরো একটি আধুনিক সেতু নির্মাণের দাবি ওঠে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখানে সেতু নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রামের এক জনসভায়। সম্প্রতি প্রয়াত চট্টগ্রাম-৮ আসনের (বোয়ালখালী-চান্দগাঁও) সাংসদ জাসদ নেতা মইনুদ্দিন খান বাদল সেতু নির্মাণের দাবিতে প্রয়োজনে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা পর্যন্ত দিয়েছিলেন। তিনি কালুরঘাটে দ্বিতীয় সেতু নির্মাণের জন্য সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন করেছেন তার জীবদ্দশায়। তার মৃত্যুর পর গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে বিজয়ী হওয়ার পর আওয়ামী লীগ নেতা (সদ্য বেসরকারিভাবে নির্বাচিত চট্টগ্রাম-৮ আসনের সাংসদ) মোছলেম উদ্দিন বলেছেন, আগামী এক বছরের মধ্যে কালুরঘাট সেতু নির্মাণের কাজ দৃশ্যমান হবে। তার সেই আশ্বাস কতটুকু বাস্তবায়িত হয় তাই দেখতে চান চট্টগ্রামবাসী, বিশেষ করে তার এলাকার জনগণ। গত ১৩ তারিখ সকালে এই উপনির্বাচনের দিনই সরেজমিন দেখা যায়, সেতুটিতে ট্রেন চলে এসেছে কিন্তু পথচারীরা সেতু পার হতে পারেনি। ট্রেনের শব্দ পেয়ে দৌড়ে পার হওয়ার চেষ্টা করছেন পথচারীরা। প্রাণ হাতে নিয়ে এভাবে প্রতিদিন পারাপার করে নদীর দুপাড়ের মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল নিত্যদিনের দৃশ্য। যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। প্রশ্ন হলো এ দায় কার?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App