×

সারাদেশ

পুলিশ জামাইয়ের দাপটে দিনমজুরের বাড়ি ব্যারিকেড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০১৯, ০৩:৩৭ পিএম

পুলিশ জামাইয়ের দাপটে দিনমজুরের বাড়ি ব্যারিকেড

নুরে আলমের ঘরের চারপাশে বাঁশের ব্যারিকড। ছবি: প্রতিনিধি।

   

পুলিশ জামাইয়ের দাপট দেখিয়ে শ্বশুর নজির আহমেদ একই গ্রামের দিনমজুর নুরে আলমের বসতঘরের চারপাশে ব্যারিকেড দিয়ে চারদিন ধরে গৃহবন্দী করে রেখেছেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

রামগঞ্জ উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের করপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। গৃহবন্দী নুরে আলম, গ্রামের আরব আলী দরবেশের বাড়ির মৃত আশ্রাফ আলীর ছেলে। পেশায় তিনি রিকশাচালক।

তার বাড়িতে ব্যারিকেড দেয়া ব্যক্তির নাম নজির আহমেদ। তার মেয়ের জামাই আনোয়ার হোসেন একজন পুলিশ সদস্যা।

স্থানীয়রা জানায়, নুরে আলম তার বাবার কেনা ও ওয়ারিশ সূত্রে পাওয়া সাড়ে পাঁচ শতাংশ জমির মালিক। সেই জমিতে তিনি দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন সকালে নাজির হোসেন তার পুলিশ জামাইয়ের সহযোগিতায় নুরে আলমের বাড়িতে উপস্থিত হন।

এসময় স্থানীয় মোবারক ড্রাইভার ও টেলুর নেতৃত্বে ৮/১০ জন ভাড়াটিয়া নুরে আলমের বাড়ির চারপাশে বাঁশ দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে চলাচলের প্রবেশপথ বন্ধ করে দেন। এরপর গত চারদিন ধরে নুর আলম ও তার পরিবারের লোকজন গৃহবন্দী হয়ে পড়েন।

ভুক্তভোগী নুরে আলম বলেন, নজির আহমেদ তার পুলিশ জামাইয়ের ক্ষমতার দাপট দেখিয়ে ভাড়াটিয়া লোকজন দিয়ে আমার সম্পূর্ণ সম্মতি ও বসতঘরের চারপাশে ব্যারিকেড সৃষ্টি করেছে।

তবে অভিযুক্ত নজির আহমেদ বলেন, আমার নিজের কেনা সম্পত্তি থেকে নুরে আলমকে তার বসতঘর সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছি। সে ঘর সরিয়ে না নেয়ায় সীমানা নির্ধারণ করে বসতঘরসহ ব্যারিকেড দিয়েছি।

জামাইয়ের ক্ষমতা দেখানোর বিষয়ে নজির আহমেদ বলেন, আমার মেয়ের জামাই পুলিশ সদস্য আনোয়ার হোসেন আমার বাড়িতে বেড়াতে এসেছে। ব্যারিকেড দেয়ার ঘটনায় সে জড়িত নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App