বেতাগীতে মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯, ০৩:৪০ পিএম

বরগুনার বেতাগীতে যথাযোগ্য মর্যাদায় মহান জাতীয় বিজয় দিবস উদযাপিত হয়েছে। সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের শুভ সূচনার পর দুর্জয় বেতাগী মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে ১৯৭১ সালে নিহত শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়।
দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টায় বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. রাজীব আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বেতাগী পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, বেতাগী থানার অফিসার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব সিকদার প্রমূখ।