রামগড়ে হানাদার মুক্ত দিবস পালিত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯, ০১:৪৩ পিএম

খাগড়াছড়ির রামগড় ৮ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে অকুতোভয় মুক্তিসেনা ও ভারতীয় মিত্র বাহিনীর সম্মিলিত আক্রমনে পাকহানাদার বাহিনী কে পরাস্থ করে রামগড়ের বুকে স্বাধীন বাংলার লাল সবুজের পতাকা উত্তোলন করে রামগড়কে শত্রু মুক্ত ঘোষণা করা হয়।
রবিবার(৮ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যেগে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, শিশু-কিশোর ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে উপজেলা প্রশাসন হতে একটি র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় ভাস্কার্যে পুষ্পমাল্য অর্পনের মধ্যদিয়ে আলোচনা সভা মিলিত হয়।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার উম্রচিং চৌধুরীর সঞ্চলানায় উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত এর সভাপতিত্বে র্যালি শেষে বিজয় ভাষ্কর্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা মনসুর আহাম্মদ, মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, রামগড় সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মংসাজাই মারমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান প্রমুখ।