কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে কিশোর নিহত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ১১:৪১ এএম

ছবি: সংগৃহীত
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ড এলাকায় বন্য হাতির আক্রমনে বিদ্যালয়ে পড়ুয়া অংশেহলা মারমা (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। রাইখালী সীতাপাহাড়ের কলাবাগান এলাকায় বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাটি ঘটেছে ।
নিহত কিশোরের পিতা মংপুলু মারমা জানান, বুধবার বাড়ির পাশের পাহাড়ে গরু চরাতে গেলে বন্যহাতি আক্রমণ করে অংশেহলার উপর। আক্রমণে সে নিহত হয়।
খবর পেয়ে পরিবার ও আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌছে অংশেহলাকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়দের সহায়তায় মৃতদেহটি বাড়িতে নিয়ে আসা হয়। নিহত অংশেহলা মারমা বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
এ ব্যাপারে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনচারুল করিম ভোরের কাগজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত কিশোরের পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনো মামলা হয়নি। তবে বন বিভাগ ও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।