মান্দায় শেখ রাসেল মিনি শিশু পার্কের সম্প্রসারণ কাজের উদ্বোধন করলেন ডিসি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ০৪:২৩ পিএম

মান্দায় শেখ রাসেল মিনি শিশু পার্কের সম্প্রসারণ কাজের উদ্বোধন করলেন ডিসি। ছবি: ভোরের কাগজ
নওগাঁর মান্দা উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেল মিনি শিশু পার্কের সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ২টার সময় জেলা প্রশাসক (ডিসি) মো. গোলাম মওলা শেখ রাসেল মিনি শিশু পার্কের সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইমদাদুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, মান্দা থানার ভারপ্রাপ্ত (ওসি) মোজাম্মেল হক কাজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ, সমবায় অফিসার আখতারুজ্জামান প্রমূখ।