চট্টগ্রামে আগুন সন্ত্রাস বিএনপি-জামায়াতের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ০৪:৫২ পিএম

মঙ্গলবার অবরোধের প্রথম দিনে চট্টগ্রাম নগরীর দামপাড়া এলাকায় বাসে আগুন দিয়ে পুড়িয়ে দেয় সন্ত্রাসীরা। ছবি: ভোরের কাগজ

মঙ্গলবার অবরোধের প্রথম দিনে চট্টগ্রাম নগরীর আকবর শাহ্ এলাকা থেকে উদ্ধাকৃত ককটেল। ছবি: ভোরের কাগজ

মঙ্গলবার অবরোধের প্রথম দিনে চট্টগ্রাম নগরীর আকবর শাহ্ এলাকা থেকে উদ্ধাকৃত ককটেল। ছবি: ভোরের কাগজ

আটক ১৪, ককটেল উদ্ধারবিএনপি-জামায়াত আহুত ৭২ ঘন্টার অবরোধের শুরুতেই বন্দরনগরী চট্টগ্রামে যানবাহনে আগুন ও ভাংচুর শুরু করেছে অবরোধকারিরা। নগরীর ইপিজেড ও বায়েজিদ বোস্তামি এলাকায় দু’টি বাসে আগুন দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আকবর শাহ এলাকায় ঝটিকা মিছিল থেকে পণ্যবোঝাই ট্রাক ভাংচুরের সময় পুলিশ ধাওয়া দিয়ে ১৪ জনকে আটক করেছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বেশ কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার স্পিনা রানী প্রামাণিক বলেন, 'আকবর শাহর সিটি গেইট এলাকা থেকে নাশকতার অভিযোগে ১৪ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে সিটি গেইটের কাছে পাকা রাস্তার কাছ থেকে ৭টি ককটল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অবরোধে সহিংসতা ঘটানোর উদ্দেশ্যে দুর্বৃত্তকারীরা ককটেল জোগাড় করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। যানমালের নিরাপত্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩০ অক্টোবর) রাত ৯টা থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য আটটি টিমে ভাগ হয়ে সীতাকুণ্ড থেকে মীরসরাই পর্যন্ত চট্টগ্রামের সীমানায় মহাসড়কে টহল দিতে শুরু করে। [caption id="attachment_473431" align="aligncenter" width="700"]

