ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নান্দাইলের একই পরিবারের চারজনসহ নিহত ৫

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩, ১২:২২ পিএম

ছবি: ভোরের কাগজ
পরিবারের চার সদস্যকে নিয়ে ট্রেনে করে ঢাকায় যাচ্ছিলেন সুজন মিয়া (৩৫)। সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় যাত্রীবাহী এগারোসিন্ধুর গোধূলি ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে।
এই দুর্ঘটনায় সুজনসহ তার স্ত্রী ফাতেমা (৩০), দুই ছেলে সজীব (৮) ও ইসমাইল (৫) মৃত্যুবরণ করে।
নিহত সুজন উপজেলার রাজগাতী ইউনিয়নের বনাটি গাংগাইলপাড়া গ্রামের রইছ উদ্দিনের পুত্র। এ দুর্ঘটনায় মুশুলী ইউনিয়নের মুশুলী গ্রামের হিরা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত সুজনের ভাই মিজান মিয়া দুর্ঘটনার খবর পেয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে মরদেহ শনাক্ত করেন। মরদেহ দেখে তিনি বার বার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া নিহতের অপর ভাই স্বপন মিয়া বলেন, আমরা তিনভাই ঢাকায় থাকি। একটি বিয়ের অনুষ্ঠানের জন্য গত শুক্রবার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আজকে আমিসহ ভাইয়ের পরিবার নিয়ে ট্রেনে করে ঢাকায় যাচ্ছিলাম। ট্রেন ভৈরব রেলস্টেশনের আউটার অতিক্রম করার পর বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রেন সিগন্যাল অমান্য করে আমাদের ট্রেনের সঙ্গে সংঘর্ষ বাঁধায়। এতে মুহূর্তে ছিটকে যায় আমাদের বগি। আমি বেঁচে গেলেও আমার পরিবারের চারজন ঘটনাস্থলে মারা যান।