প্যান্টের পকেটে ১০০০ ইয়াবা! মাদক ব্যবসায়ি আটক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩, ০২:৫৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের ২৪ ঘন্টার মাদক বিরোধী অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আমিনুল ইসলাম রয়েল (৩৮) নামে এক মাদক ব্যবয়ায়ীকে আটক করা হয়েছে। আটক রয়েল জেলার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত দোজাত মোহাম্মদের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার এস. আই মো. মোবারক আলম ও এএসআই আলমগীর হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় মনিয়ন্দ এলাকার নোয়ামোড়া-গোপীনাথপুর সড়ক থেকে রয়েলকে আটক করে। পরে তল্লাশী করে তার প্যান্টের পকেট থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, রয়েলের বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও ২টি মাদক মামলা ও ১টি অন্যান্য ধারায় মামলা সহ মোট ৩টি মামলা রয়েছে। তাকে রবিবার (৮ অক্টোবর) সকালে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ি যেই হোক না কেন, কাউকেই ছাড় দেয়া হবেনা।