ঝিকরগাছায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩, ১১:০৮ পিএম

যশোরের ঝিকরগাছায় মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) ঝিকরগাছা সম্মীলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা, মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ডা. অধ্যাপক মো. নাসির উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম. কামরুজ্জামান জাহাঙ্গীর। তাছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষীসহ আরো অনেকে।
উল্লেখ্য, আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সভায় গুণী শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয় এবং পরবর্তীতে একটা র্যালির মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।