×

সারাদেশ

পাহাড়ের প্রত্যন্ত গ্রামেও প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৭ পিএম

পাহাড়ের প্রত্যন্ত গ্রামেও প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

পাহাড়ের প্রত্যন্ত গ্রামেও প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন। ছবি: শংকর চৌধুরী, খাগড়াছড়ি

   

ব্যতিক্রম নানা আয়োজনের মধ্যদিয়ে পার্বত্য খাগড়াছড়ি জেলা সদরসহ দুর্গম পাহাড়ি এলাকাতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে শহরের মধুপুরস্থ সরকারি শিশু নিবাসে প্রধান অতিথি হিসিবে উপস্থিত থেকে দুর্গম এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর অনাথ শিশুদের সাথে আনন্দ উল্লাসের মাধ্যমে জন্মদিনের কেক কাটেন, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

এ সময় তিনি বলেন, গতকাল (বুধবার) ছিল আমার ছেলে পৃথ্বীরাজ চৌধুরীর জন্মদিন, ধর্মীয় আচার-অনুষ্ঠানে তা পালন করেছি। আর আজকে এ সরকারি শিশু নিবাসে আশ্রিত পাহাড়ের বিভিন্ন দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর অনাথ শিশু যাদের মধ্যে কারো বাবা নেই, কারও মা নেই কারও আবার বাবা-মা দুজনই নেই তাদের সাথে আনন্দঘন পরিবেশে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমারেন সুযোগ্য কন্যার জন্মদিন পালন করতে পেরে খুবই ভালো লাগছে, নিজেকে খুবই ধন্য মনে করছি।

প্রত্যেকে কিছুটা হলেও নিজেদের আনন্দ তাদের সাথে ভাগাভাগি করার আহবান জানিয়ে তিনি বলেন, এরাই হয়তো বড় হয়ে একদিন দেশ চালানোর দায়িত্ব নিবে। যেমনটা বাংলার ঋতুরাণী শরতের কাশফুলের শুভ্র-সৌম্য অপরূপ প্রকৃতি শোভিত স্নিগ্ধ এক শুভলগ্নে ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করা শেখ হাসিনা আজ বাংলাদেশের সকল জাতি-গোষ্ঠীর আস্তার ঠিকানা। জাতির পিতার প্রিয় তনয়া ‘হাচু’ বরেণ্য-নন্দিত সফল রাষ্ট্রনায়ক হিসেবে বিশ্ব পরিমন্ডলে অনবদ্য উঁচু মাত্রিকতায় বিপুলভাবে সমাদৃত। আধুনিক উন্নয়নের রূপকার দেশরত্ন শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের নয়, বিশ্বে উন্নয়ন রোল মডেলের পথিকৃৎ রূপে অবির্ভূত। প্রবোধিত আত্মপ্রত্যয় ও আত্মমর্যাদায় জাতির জনকের নিরন্তর লালিত স্বপ্নকে পরিপূর্ণতাদানে অবিচল আস্তার ঠিকানায় ইতোমধ্যেই তিনি নিজেকে সুপতিষ্ঠিত করেছেন। বলিষ্ঠচিত্তে নির্ভীক স্বাধীনসত্তায় আত্মপ্রত্যয়ী-দূরদর্শী-দৃঢ়চেতা নেত্রী তথাকথিত উন্নত রাষ্ট্রের শাসক-শোষকগোষ্ঠীর রক্তচক্ষু ও অপপ্রচারণা এবং স্বার্থসংশ্লিষ্ট সকল অশুভ চক্রান্ত-প্ররোচনাকে উপেক্ষা করে দেশকে উন্নয়নের মহাসড়কে প্রতিস্থাপন করতে যথার্থ অর্থে সফল ও সার্থক বলেও দাবি করেন, মংসুইপ্রু চৌধুরী অপু।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে এ সরকারি শিশু নিবাসের সকলের জন্য উন্নত খাবারের আয়োজন করা হয়।

এ সময় খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনতাসির জাহান, জেলা সমাজসেবার ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. জসীম উদ্দিন, সহকারী পরিচালক রোকেয়া বেগম, সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মো. নাজমুল আহসানসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দেশরত্ন শেখ হাসিনার শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে শহরের নারিকেল বাগানস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আর জেলার সীমান্তবর্তী পানছড়ি উপজেলার প্রত্যন্ত লতিবান গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭-তম জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য-দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করা হয়েছে।

পরে, স্থানীয় প্রবীন ব্যক্তিত্ব শাক্যেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পানছড়ি কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা। সভায় পানছড়ি মহিলা কলেজের অধ্যক্ষ নিউটন চাকমা, পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্ধেশ্বর চাকমা, স্থানীয় কার্বারী বরেন্দ্র লাল ত্রিপুরা ও সুনয়ন চাকমা কার্বারী বক্তব্য রাখেন।

এছাড়াও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে নানা আয়োজনের মধ্যদিয়ে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে বলে জানান গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App