বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৪ পিএম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কালীনগর গ্রামের কালীমন্দির প্রাঙ্গণে মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর (দক্ষিণ) শাখার সহ সভাপতি এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ রায়। ছবি: কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর)
ফরিদপুরের বোয়ালমারীতে ৭৮তম বার্ষিক ২৪ প্রহরব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলার রূপাপাত ইউনিয়নের কালীনগর গ্রামের কালীমন্দির প্রাঙ্গণে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এ মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ছিলো মহানাম যজ্ঞানুষ্ঠানের শেষ দিন। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর (দক্ষিণ) শাখার সহ সভাপতি এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ রায়।
প্রধান অতিথি ডা. দিলীপ রায় তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী। এ সরকারের আমলে যার যার ধর্ম সে সে বিনা বাধায় পালন করছে। আওয়ামী লীগ সবার ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী।
পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেলসহ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে এ সময় দিলীপ রায় আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। গত ১৫ বছরে দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। আর উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে।