শিশুর শ্লীলতাহানি চেষ্টার প্রতিবাদ করায় যুবলীগ নেতার বাড়িতে হামলা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:২০ পিএম

শিশুর শ্লীলতাহানি চেষ্টার প্রতিবাদ করায় যুবলীগ নেতার বাড়িতে হামলা। ছবি: মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে শিশুর শ্লীলতাহানি চেষ্টা প্রতিবাদ করায় যুবলীগ নেতার বাড়িঘরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় যুবলীগ নেতা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের স্থানীয় যুবলীগ নেতা সেলিম মিয়ার মেয়ে গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশে বর্ষার পানিতে মাছ ধরতে গেলে একই গ্রামের সোহেল মিয়া তাকে শ্লিলতাহানির চেষ্টা করে। এই ঘটনায় সেলিম মিয়া প্রতিবাদ করলে সোহেল মিয়ার লোকজন বিকেলে সেলিম মিয়ার বাড়িতে হামলা করে। এতে সেলিম মিয়া আহত হয়।
এ বিষয়ে সোহেল মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেটি মিথ্যা।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।