আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৪ পিএম

পঞ্চগড়ের বোদায় উন্নয়ন মেলা উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখছেন রেলপথ মন্ত্রী এড নূরুল ইসলাম সুজন এমপি। ছবি: এন এ রবিউল হাসান লিটন, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
পঞ্চগড়ের বোদায় জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি রেলপথ মন্ত্রী এড নূরুল ইসলাম সুজন এমপি।
রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বোদা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।
র্যালি শেষে বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন রেলপথ মন্ত্রী।
পরে উপজেলা পরিষদ বটমূল চত্বরে স্থানীয় সরকার দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রী এড নূরুল ইসলাম সুজন।
রেলপথ মন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারের কারনে সেবা হাতের মুঠোয় পৌঁছেছে। মানুষ এখন ঘরে বসে সব সেবা পাচ্ছে। দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে।
বোদা উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোকলেছুর রহমান জিল্লু, পৌর মেয়র মো আজাহার আলী, বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল প্রমুখ বক্তব্য রাখেন।