×

সারাদেশ

আত্রাইয়ে সালিসে হেনস্তা করায় মা-মেয়ের আত্মহত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৯ পিএম

আত্রাইয়ে সালিসে হেনস্তা করায় মা-মেয়ের আত্মহত্যা

আত্রাই থানা। ছবি: সংগৃহীত

   

নওগাঁর আত্রাইয়ে গ্রাম্য সালিসের নামে হেনস্তা করায় একই রশিতে ফাঁস দিয়ে মেয়েকে নিয়ে মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। তারা হলেন মা মোছা. সাবিনা আক্তার (২৬) ও তার মেয়ে আফরোজা আক্তার (০৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের ভ্যান চালক আরিফুল ইসলাম প্রতিদিনের ন্যায় তার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। সকাল সাড়ে ৮টার দিকে নাস্তা করার জন্য বাড়িতে এসে তিনি ঘরে দেখতে পান তার স্ত্রী সাবিনা (২৬) মেয়ে আফরোজার (৮) লাশ শয়ন ঘরে ঝুলছে। এ সময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে আসে। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ দু’টি উদ্ধার করে।

এদিকে, স্থানীয় একটি সূত্রে জানিয়েছেন আরিফুল ইসলামের স্ত্রী সাবিনার সাথে ছাগলের ফসল খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর সাথে ঝগড়া হয়। গত শুক্রবার সন্ধ্যায় এ নিয়ে স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন সোহাগের নেতৃত্বে একটি সালিসি বৈঠক হয়। ওই বৈঠকে গৃহবধূ সাবিনা এবং তার মেয়ে আফরোজাকে অভিযুক্ত করে হেনস্তা রায় প্রদান করা হয়। অনুমান করা হচ্ছে এ সালিসী বৈঠকের হেনস্তা রায়ে প্রতি ক্ষুব্ধ হয়ে তারা মা মেয়ে দুজনে একসাথে আত্মহত্যা করেছে।

এ ব্যাপাারে ইউপি সদস্য রুহুল আমিন সোহাগ বলেন, গত শুক্রবার সন্ধ্যায় সালিসি বৈঠক হয়েছে। তবে ওই বৈঠকে দু’পক্ষকে মিল করে দেয়া হয়েছে।এখানে অভিযুক্তের কোন বিষয় নেই।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এখনও এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত করে প্রয়েজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App