নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ জীবন ধারণ করতে হবে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৯ পিএম

প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ করেন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কেন্দুয়া-আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল। বিজয় রজক, কেন্দুয়া (নেত্রকোনা)
স্বাধীন বাংলাদেশের শিশু কিশোর ছাত্র-ছাত্রী ও সকল নতুন প্রজন্মকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের আদর্শ জীবনে ধারণ করতে আহবান জানান বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কেন্দুয়া-আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল।
শনিবার (৯ সেপ্টেম্বর) উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন।
তিনি আরও বলেন,খেলাধু্লার মাধ্যমে জাতীয় চরিত্র গড়ে ওঠে।সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সুষ্ঠুভাবে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। শিশুদের সুযোগ সৃষ্টি করতে হবে।
ইউএনও কাবেরী জালালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভুঞা, সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. আসাদুল হক ভুঞা প্রমুখ। শিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ও নুরেছা দুঃখিয়ার গাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন।